শালগড়, ২৬ জুন : সিপাহীজলা জেলার বিশালগড়ে টেন্ডার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে এবং থানায় মামলা রুজু করা হয়েছে। বুধবার পুর পরিষদের চারজন কাউন্সিলার সহ স্থানীয় কিছু লোক হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিশালগড় থানার ওসির কাছে ডেপুটেশন দেম। বুধবার রাতের মধ্যে যদি অভিযুক্তদের গ্রেফতার করা না হয় তাহলে জাতীয় সড়কে অবরোধ আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন তারা।
জানা গিয়েছে, সংঘর্ষের ঘটনার পরপরই বিশালগড় থানায় একাধিক মামলা ও পাল্টা মামলা দায়ের করা হয়। আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত চিকিৎসক দীপঙ্কর নাগ এবং সমীর দাসকে ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিডব্লিউএস অফিসে কাজের টেন্ডার নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। উভয় গোষ্ঠী পাথর ছোড়া ও লাঠিসোঁটা দিয়ে হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় ডিডব্লিউএস অফিসের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
মহকুমা পুলিশ আধিকারীক ঘটনাস্থলে যান এবং পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করেন। সংঘর্ষ সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। এই ঘটনার প্রতিবাদে ক্ষমতাসীন বিজেপির কর্মকর্তারা একটি মিছিল করেছে এবং বিশালগড় থানা ঘেরাও করেছে মঙ্গলবার রাতে। গোটা বিশালগড়ের পরিস্থিতি থমথমে হয়ে আছে।