বিলোনিয়া, ২৫ জুন।। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত বিলোনিয়াতে। মঙ্গলবার সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া কলেজ স্কয়ারে অগ্নিবীণা কমিউনিটি হলের মঞ্চে উদ্বোধনী সংগীত ও প্রদীপ প্রজল্লনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বক্তারা আলোচনা রাখতে গিয়ে বলেন মাদকাসক্ত হলে তার পরিণতি কি এবং পরিবারের উপর কি বিপর্যয় নেমে আসে এই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করেন। মাদকাসক্তকে কখনো অবহেলার চোখে না দেখে তাকে ভালোবেসে ও ভালো ব্যবহার করে কিভাবে সঠিক রাস্তায় নিয়ে আসা যায় তার উদ্যোগ নেয়ার কথা এই দিনের আলোচনা উঠে আসে।
এদিনের অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রী, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা, স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।মাদকাসক্তের ফলে এইচআইভি এইডস এর মত মারাত্মক ব্যাধীর পাশাপাশি শারীরিক ও মানসিক বিকৃতির নানা ধরনের উপসর্গ দেখা দেয়। সমাজকে সুন্দর রাখা নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সকলকে ভূমিকা গ্রহন করার আহ্বান রাখেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
মাদক বিরোধীদিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, দক্ষিণ জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসোয়াল, দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিমল কলই, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, রাজ্যের দুই বিশিষ্ট ডাক্তার দীপায়ন সরকার ও উদয়ন মজুমদার, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।