আগরতলা, ২১ জুন : ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য আইন আগামী ১ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হতে চলেছে। এই আইনগুলি প্রণয়নের মাধ্যমে সাধারণ নাগরিকদের অধিকার আরও বলিষ্ঠ রূপে সুনিশ্চিত হবে। স্বাধীনতার ৭৫ বছর পরে ভারতবাসী নিজেরা নিজেদের স্বার্থে আইন তৈরি করেছে। শুক্রবার ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অডিটোরিয়ামে সাংবাদিকদের জন্য এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে একথা বলেন। তিনি আশা প্রকাশ করেন এই আইনগুলি দেশের প্রত্যেক নাগরিককে সুবিচার দিতে সক্ষম হবে।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ইন্টিলিজেন্স) অনুরাগ এই তিনটি ফৌজদারি আইন, পুলিশি ব্যবস্থায় আইন প্রণয়ন, অভিযুক্তদের সাজা প্রদান, নির্দোষদের সুবিচার দিতে কীভাবে সহায়তা করবে এবং পূর্ববর্তী আইনগুলিতে কী কী ফাঁকফোকর ছিল তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
প্রসঙ্গত, ১ জুলাই, ২০২৪ থেকে বাতিল হয়ে যাবে ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর বা সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। নব সংযোজিত এই ফৌজদারি আইনগুলি সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আইন প্রণয়নকারী বিভিন্ন সংস্থা যাতে আইনগুলি সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হতে পারে তার জন্য বিভিন্ন পর্যায়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। পিআইবি আগরতলা দ্বারা আয়োজিত এই কর্মশালার আয়োজনে সহায়তায় ছিল ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, ত্রিপুরা গভর্নমেন্ট ল’ কলেজ এবং ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি ত্রিপুরা।