নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে ও এনটিএ বাতিলের দাবীতে আগরতলায় কংগ্রেসের মিছিল

আগরতলা, ২১ জুন : নিট ও ইউজিসির নেট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে এনটিএ বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবীতে শুক্রবার রাজধানী আগরতলা শহরে মিছিল সংগঠতি করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস৷ দলের তরফ থেকে শহর আগরতলায় একটি মিছিল করা হয় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে৷ এদিনের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন সহ যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি৷ মিছিলে দলের কর্মী সমর্থকরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিলি খেলার গুরুতর অভিযোগ করেছেন৷

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা অভিযোগ করেছেন, সর্বভারতীয় কেন্দ্রীয় পরীক্ষা এজেন্সি তথা নেশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দ্রুত বাতিল করতে হবে৷ এই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ প্রথমে নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে৷ তারপর ইউজিএ এর নেট পরীক্ষা বাতিল করা হয়েছে৷ এতে স্পষ্ট যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের লাখো লাখো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে৷ এই অনিয়ম এবং দুর্নীতির দায় স্বীকার করে কেন্দ্রয়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করা প্রয়োজন বলে মনে করছে প্রদেশ কংগ্রেস৷

তাছাড়া, শ্রী সাহা অভিযোগ করেছেন, দেশের ছাত্র যুবকরা দিনের পর দিন হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছেন৷ এদিকে, বিধায়ক সুদীপ রায় বর্মন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্‌গার করে বলেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার দুর্নীতির সরকার৷ গত দশ বছরে দেশে বিভিন্ন পরীক্ষার প্রশ্ণপত্র ফাঁস হয়েছে৷ এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কোন হেলদোল নেই৷ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করা প্রয়োজন বলে দাবি করেন সুদীপ রায় বর্মন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?