নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে ও এনটিএ বাতিলের দাবীতে আগরতলায় বাম ছাত্র সংগঠনগুলির মিছিল

আগরতলা, ২০ জুন : নিট ও ইউজিসির নেট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে এনটিএ বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবীতে বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে মিছিল সংগঠতি করেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ৷ ওই ছাত্রসংগঠনগুলির তরফ থেকে শহর আগরতলায় একটি মিছিল করা হয় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে৷

এসএফআই এবং টিএসইউ এর রাজ্য নেতৃত্বরা অভিযোগ করেছেন, সর্বভারতীয় কেন্দ্রীয় পরীক্ষা এজেন্সি তথা নেশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দ্রুত বাতিল করতে হবে৷ এই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ প্রথমে নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে৷ তারপর ইউজিএ এর নেট পরীক্ষা বাতিল করা হয়েছে৷ এতে স্পষ্ট যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের লাখো লাখে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে৷ এই অনিয়ম এবং দুর্নীতির দায় স্বীকার করে কেন্দ্রয়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করা প্রয়োজন বলে মনে করছে বাম ছাত্রসংগঠনগুলি৷

ছাত্র সংগঠনের নেতৃত্বরা আরও অভিযোগ করেছেন জাতীয় শিক্ষানীতির ফলে দেশের লক্ষ লক্ষ ছাত্রীর ভবিষ্যতকে এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে৷ তাই জাতীয় শিক্ষানীতির প্রতিবাদ করছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি৷ সারা দেশে নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে এবং এনটিএ বাতিল করার দাবীতে বামপন্থী ছাত্রসংগঠনগুলি বিক্ষোভ আন্দোলন সংগঠিত করছে৷ দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্র সংগঠনের নেতৃত্বরা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?