আগরতলা, ২০ জুন : রাজধানী আগরতলা শহরের স্কুলে হুলুস্থূল কাণ্ড। একসাথে অসুস্থ বহু ছাত্রী। ঘটনা বৃহস্পতিবার দুপুরে বোধবজং গার্লস স্কুলে। একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। কমপক্ষে কুড়ি জন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে হোস্টেলের খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে ছুটে গিয়েছেন। শিক্ষা দপ্তরের আধিকারিকরাও স্কুলে পৌঁছেন।
জানা গিয়েছে, এদিন স্কুল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একাধিক ক্লাসের ছাত্রীরা পেটে ব্যাথা অনুভব করতে থাকে। সহপাঠীরা বিষয়টি সাথে সাথে স্কুলের শিক্ষকদের জানান। স্কুল কতৃপক্ষ খবর দেয় অ্যাম্বুলেন্স। গণহারে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ায় তাদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুড়িজনকে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। আরও অনেক ছাত্রী স্কুলেই অল্পবিস্তর পেটব্যাথায় কাতরাতে থাকে।
মুহুর্তের মধ্যে আগরতলা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে ছুটে যান। অনেকে হাসপাতালে গিয়ে সন্তানের খোঁজ নিয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে যেসব ছাত্রী অসুস্থ হয়েছেন তারা প্রত্যেকেই হোস্টেলের আবাসিক। আশঙ্কা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার ফলে পেটব্যাথা হয়েছে। শিক্ষা দপ্তরের আধিকারিকরা স্কুল এবং হোস্টেল পরিদর্শন করেছেন।