গন্ডাছড়া, ১৮ জুন : প্রবল বর্ষণের মাঝেই ধলাই জেলার গন্ডাছড়া সফরে এলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রাজ্যপালকে দেখার জন্য উৎসুক জনতার উপচে পড়া ভীড় থাকার কথা থাকলেও প্রবল বর্ষণের ফলে তা হয়ে উঠেনি।
উল্লেখ্য আগে থেকেই ঠিক ছিল যে মঙ্গলবার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত নারকেল কুঞ্জ পরিদর্শনে আসছেন রাজ্যপাল ইন্দ্র সেন রেড্ডি নাল্ল। রাজ্যপালের সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে ধলাই জেলা প্রশাসন। সোমবার রাত থেকেই গোটা নারকেল কুঞ্জকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয় গন্ডাছড়া মহকুমা পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকাল নাগাদ নারকেল কুঞ্জে পৌঁছে যায় ডগ স্কোয়াড টিম।
রাজ্যপালকে স্বাগত জানাতে মঙ্গলবার দুপুর থেকেই ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।বিভিন্ন সাজে সাজিয়ে তোলা হয়েছিল গোটা নারকেল কুঞ্জকে। কিন্ত হঠাৎ দুপুর থেকে শুরু হয়ে যায় প্রবল ঝড়ো হাওয়া সহ বৃষ্টি। প্রবল বৃষ্টির মাঝেই রাজ্যপাল সড়ক পথে মন্দির ঘাট পৌঁছেন। মন্দির ঘাট থেকে মোটর চালিত নৌকায় বিকাল সাড়ে চারটায় নারকেল কুঞ্জে পৌঁছেন।
রাজ্যপাল মঙ্গলবার নারকেল কুঞ্জেই রাত্রিযাপন করবেন বলে সংবাদ রয়েছে। সন্ধ্যায় নারকেল কুঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা থাকলেও প্রবল বৃষ্টিপাতের কারণে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানই হচ্ছে না বলে খবর। বুধবার সকাল নাগাদ বিভিন্ন বাহিনীর সেলামি গ্রহণ করার পর আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।