বিশালগড়, ১৮ জুন : উদ্বোধনের আগেই কর্মী নিয়োগে কেলেঙ্কারির অভিযোগে জল জীবন মিশন প্রকল্পে নবনির্মিত ওয়াটার সাপ্লাই অফিসে তালা ঝুলিয়ে দিলন এলাকাবাসী। ঘটনা সিপাহীজলা জেলার গোলাঘাটির মোহনপুর ভিলেজ কমিটির অন্তর্গত রাজকুমার পাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনার ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে কোনরকমভাবে পালিয়ে যায় গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মার ভাগ্নে তথা গোলাঘাটি মন্ডলের সাধারণ সম্পাদক সুকুমার দেববর্মা।
জানা গিয়েছে, জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত মোহনপুরের রাজকুমা এলাকায় উজান লারমা পাড়ায় ৩২ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় জল জীবন মিশন প্রকল্পে এটি ওয়াটার সাপ্লাই অফিস। ২০২৩ সালে নভেম্বর মাসে সেটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়।
কিন্তু তা উদ্বোধন করা হয়নি। এই নবনির্মিত ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে এলাকার ১০৪ পরিবার জল পাবেন। এই নবনির্মিত ওয়াটার সাপ্লাইটি পরিচালনা করতে একজন কর্মীর প্রয়োজন। এলাকাবাসীর সকলে মিলিত ভাবে গত ১৫ ফেব্রুয়ারী পাড়ায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে করেন। সেই বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এলাকায় কর্মী নিয়োগের বিষয় নিয়ে লটারি করা হয়। আর সে লটারিতে পীযূষ দেববর্মার নাম উঠে আসে। লটারি এই কারণে করা হয়েছে যেন কোন ব্যক্তি কখনোই বলতে না পারেন যে এই কর্মী নিয়োগের মধ্যে কোনরকম কারচুপি হয়েছে।
সকলের সিদ্ধান্ত মোতাবেক সাক্ষী এবং সই নিয়ে জম্পুইজলা মহকুমা শাসকের নিকট সেই সিদ্ধান্তের কপি প্রেরণ করা হয়। এলাকার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মার ভাগ্নে তথা গোলাঘাটি বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক সুকুমার দেববর্মা এলাকার জনগণের সেই সিদ্ধান্ত বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তার পিসির ছেলে কিশোর দেববর্মার নামে সে চাকরিটা হাতিয়ে নেয়। এমনকি এলাকাবাসীদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে লটারিতে নিয়োগ করা পীযূষ দেববর্মাকে হুমকি দিতে থাকেন যেন এ বিষয়ে তিনি আর সামনের দিকে না এগিয়ে আসেন। সেই খবর এলাকায় চাউড় হতে দেখা দেয় মঙ্গলবার দুপুরে তীব্র উত্তেজনা।
এলাকাবাসী মিলিতভাবে উদ্বোধনের আগে নবনির্মিত সেই ওয়াটার সাপ্লাইয়ের অফিসের তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে নামেন। তাদের দাবি এই ওয়াটার সাপ্লাই অফিসের যদি কোন কর্মী থাকে বা কর্মী নিয়োগ করতে হয় তাহলে পীযূষ দেববর্মাকে নিয়োগ করতে হবে। অন্যথায় এই নবনির্মিত উদ্বোধনের পূর্বেই ওয়াটার সাপ্লাই অফিসের তালা ঝুলানো থাকবে বলে দাবি এলাকাবাসীর। এদিকে ঘটনাস্থলে ছুটে আসে সুকুমার দেববর্মা। এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে হয়েছে পীযুষ সুকুমার দেববর্মাকে।