এক ঘন্টার বৃষ্টিতে রাজধানী আগরতলার রাজপথ জলমগ্ন, দুর্ভোগ পৌঁছল চরম পর্যায়ে

আগরতলা, ১৮ জুন : প্রায় এক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ণ হয়ে পড়েছে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় রাজপথ৷ মঙ্গলবার দুপুরে টানা এক ঘন্টা বৃষ্টি হয়েছে৷ এই বৃষ্টিতে শহরের শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী প্রভৃতি এলাকায় রাস্তায় জল জমে যায়৷ যানবাহন চলাচলা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷ তবে বিকাল নাগাদ জমা জল কিছুটা সরে গিয়েছে৷

প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকা সামান্ন বৃষ্টি হলেই জল জমে যায়৷ সেই ট্রেডিশন বছরের পর বছর চলে আসছে৷ যদিও আগরতলা পুর নিগমের তরফ থেকে বেশ কয়েকটি পাম্প কাজে লাগানো হয় জমা জল নিষ্কাশনের জন্য৷ তরপরও কিছু কিছু এলাকায় জল জমে থাকে দীর্ঘ সময়৷ এর পিছনে প্রধান কারণ হচ্ছে শহরের রাস্তার পাশের কভার্ড ড্রেনগুলি নিয়মিত পরিস্কার না করা৷

দেখা গিয়েছে, বৃষ্টির জল ড্রেন দিয়ে দ্রুত সরে যায় না৷ ফলে জল জমে যায়৷ এক্ষেত্রে বিভিন্ন এলাকার জনগণ এবং ব্যবসায়ীরা অনেকাংশে দায়ী৷ কারণ কান্ডজ্ঞানহীনভাবে একাংশ লোকজন বর্জ আবর্জনা পুর নিগমের নির্দিষ্ট জায়গায় না ফেলে নর্দমা কিংবা ড্রেনে ফেলে দেন৷ তাতে ড্রেনের ভিতরে আবর্জনার স্তুপ হয়ে যায়৷ ফলে বৃষ্টির জল দ্রুত ড্রেনগুলি দিয়ে যেতে পারছে না৷ তাই জমা জল রাস্তার উপর চলে আসে আর পথচারী ও যানচালকদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?