নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবীতে রাস্তায় নামতেই পুলিশের বাঁধার মুখে চাকরিপ্রার্থীরা

আগরতলা, ১৪ জুন : লোকসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চাকরির দাবীতে বেকার যুবক যুবতীরা আন্দোলনে সামিল হচ্ছেন৷ ত্রিপুরা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য৷ জেআরবিটির পর এবার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগের জন্য দাবী তুলেছেন চাকরিপ্রার্থীরা৷

শুক্রবার আগরতার ফায়ার সার্ভিসের প্রধান কার্য্যালয়ের সামনে ধর্না দিতে গেলে পুলিশ তাদের আটক করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়৷ এতে বেকার যুবক যুবতীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷
চাকরিপ্রার্থীরা জানিয়েছেন শারীরিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষার প্রক্রিয়া ইতিপূর্বে শেষ হয়েছে৷ তারপরও তাদের নিয়োগ করা হচ্ছে না৷ দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে আছে৷ কি কারণে নিয়োগ করা হচ্ছে না তা স্পষ্ট করে প্রশাসনের তরফ থেকে কিছু বলা হচ্ছে না৷ বহুবার রাস্তায় নেমে আন্দোলন করা হয়েছে৷ তারপরও প্রশাসনের তরফ থেকে কোন হেলদোল নেই৷

এদিকে, আন্দোলন করতে গেলেই পুলিশ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়৷ শুক্রবারও অনুরূপ ঘটনা ঘটেছে৷ চাকরিপ্রার্থীরা ফ্ল্যাক্স ফেস্টুন নিয়ে রাস্তায় নামতেই পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যায়৷ বেকারদের প্রতি এমন আচরণ ঘিরে বিভিন্ন মহল থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?