তেলিয়ামুড়া, ১৪ জুন : প্রশাসনের আধিকারিকের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্দ ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাইশঘড়িয়া এলাকায়। কবরস্থানের বাউন্ডারি ওয়াল ধসে প্রতিবেশী এক যুবকের ঘর যেমন ভেঙে পড়ে পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ির গবাদি পশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়। কিন্তু প্রশাসনের আধিকারিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ।
জানা গিয়েছে, প্রবীর দাস কবরস্থানের বাউন্ডারি ওয়াল থেকে কমপক্ষে আট – দশ হাত দূরে তার বসতঘর নির্মাণ করেছিলেন এবং সেই বসতঘরের পাশেই গোয়াল ঘর রয়েছে। কিছু দিন আগে বৃষ্টি চলাকালীন সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ কবরস্থানের সংশ্লিষ্ট ওয়ালটি হুরমুরিয়ে প্রবীর দাসের ঘরের উপর ভেঙে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তার ঘরের দেওয়াল যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক এর পাশাপাশি ঘরের পাশে থাকা একটি বড় গরু ঘটনাস্থলেই মারা যায়।
প্রবীর দাসের অভিযোগ, অপরিকল্পিতভাবে এবং গুনগতমান বজায় না রেখে সংশ্লিষ্ট কবরস্থানের বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়েছিল। ফলে এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিন্তু তহশীলদারসহ স্থানীয় গ্রাম প্রধান ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করলেও শীর্ষ পদের কোন আধিকারিক যাননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিসহ এলাকাবাসীর দাবি ছিল এই বিষয়ে প্রশাসন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। ক্ষোভে ওই পরিবারের লোকজন জানান, এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা এই সংবাদ শোনার পর এই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আজও ক্ষতিপূরণ পায়নি পরিবারটি।