ধর্মনগর, ৮ জুন : গত প্রায় দেড় মাস যাবত এলাকায় চলছে বিদ্যুতের চরম সমস্যা। এরই মধ্যে শেষ তিন দিনে বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ পথ অবরোধে শামিল হলেন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের দক্ষিণ নয়াপাড়ার পুর পরিষদের ১২ নং ওয়ার্ড এলাকায়।
ধর্মনগর পুর পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি জানিয়েছেন বগত দেড় দুমাস যাবত এলাকায় প্রতিনিয়ত বিদ্যুতের সমস্যা চলছে। বারবার বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে কোন সমাধান হচ্ছে না। ধর্মনগর বিদ্যুৎ দপ্তর আগরতলায় যোগাযোগ করার কথা বলে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে। বিদ্যুতের সমস্যার কারণে এলাকার বহু বাড়িতে টিভি,ফ্রিজ,এসি সহ দামি দামি বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে গেছে। তাই এলাকার বিক্ষোব্ধ মানুষ এসে ভিড় জমাচ্ছেন পুর পরিষদের নির্বাচিত প্রতিনিধির বাড়িতে। সকলের কাছে জবাবদিহি করতে হচ্ছে নির্বাচিত প্রতিনিধিকে। তাই বাধ্য হয়ে সন্ধ্যায় ধর্মনগর ডিএনবি রোডের ডিএন বিদ্যামন্দিরের সামনে নয়াপাড়া থেকে ধর্মনগর বাজারের যাওয়ার মূল সড়কটি অবরোধ করা হয়।
স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে তারা নাজেহাল। তাই এলাকার বিদ্যুতের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই পথ অবরোধ চলতে থাকবে। ঠিক সন্ধারাতে শহরের মূল সড়ক অবরোধের জেরে চরম বিশৃংখলার সৃষ্টি হয়েছে। আটকে গেছেন বহু পথচারী থেকে শুরু করে যানবাহন। এখন দেখার বিষয় বিদ্যুৎ দপ্তর এলাকার বিদ্যুতের সমস্যার সমাধানে কি উদ্যোগ গ্রহণ করেন।