ক্রেতা স্বার্থ সুরক্ষায় তেলিয়ামুড়ার বিভিন্ন বাজারে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের অভিযান

তেলিয়ামুড়া, ১ জুন : আচমকাই খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সহ খাদ্য ও জন সংভরণ দপ্তরের সাঁড়াশি অভিযান তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায়। এই অভিযানের মধ্য দিয়ে বাজার এলাকায় বিভিন্নভাবে খাদ্য সামগ্রী গুলো সঠিক ভাবে নিয়ম-নীতির মধ্যে বিক্রি হচ্ছে কিনা, কোন ব্যাবসায়িক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর বিকিকিনি হচ্ছে কিনা, দপ্তরের নির্দেশিকা সঠিকভাবে মান্যতা প্রদান করা হচ্ছে কিনা, ইত্যাদি বিষয়গুলি ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা হয়।

প্রশাসনের এই অভিযানকালে বাজারের বিভিন্ন অংশের ব্যাবসায়ীদের মধ্যে রীতিমতো দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয়েছে। এদিকে গোটা অভিযান সম্পর্কে দপ্তরের তরফ থেকে দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে প্রশাসনের নীতি নির্দেশিকাগুলি সঠিকভাবে মান্যতা প্রদান করা হচ্ছে কিনা এগুলি যেমন দেখা হয়, ঠিক এর পাশাপাশি ক্রেতা স্বার্থ যাতে কোনভাবেই লঙ্ঘিত না হয় সেই বিষয়ে দৃষ্টি নিবন্ধ রেখেই আজকের এই অভিযান। এদিনের এই অভিযানের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া শহর সহ সন্নিহিত লালটিলা, ইচারবিল ইত্যাদি এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান সংঘটিত করে ৪৫ টি ডোমেস্টিক সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। এগুলো অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল বলে দপ্তর সূত্রে দাবি।

এই বিষয় নিয়ে দপ্তরের তরফ থেকে স্পষ্ট ভাবে দাবি করা হয়েছে, আগামীদিনেও জনগণের স্বার্থে বা সার্বিক অর্থে ক্রেতাদের স্বার্থে এই ধরনের অভিযান প্রায়শই করা হবে। এদিনের এই অভিযানে অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, মহকুমা খাদ্য এবং জন সংভরণ দপ্তরের উপ নিয়ামক শুভঙ্কর চৌধুরী, দপ্তরের ফুড ইন্সপেক্টর ভুট্টু দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?