বিলোনিয়া, ৩১ মে : লোকসভা নির্বাচনের ভোট গণনা গোটা দেশের সাথে ত্রিপুরার দুটি আসনেও অনুষ্ঠিত হবে ৪ঠা জুন। ভোট গণনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন করার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার মহকুমাশাসক।
নির্বিঘ্নে ভোট গণনা সম্পন্ন করতে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক রিঙ্কু লাথারের শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন।
তিনি বলেন, আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা। গণদেবতা কার পক্ষের রায় দিয়েছেন সেটা জানা যাবে ওইদিন। ভোটদান পর্বের মতো সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করার জন্য গণনা কেন্দ্রে বিভিন্ন নিয়ম নির্দেশিকাগুলি মহকুমা শাসক তথা এআরও রিংকু লাথার এদিনের সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন।
তিনি আরও বলেন যাতে সকলে গননা কেন্দ্রে নির্বাচনি বিধিনিষেধ পালন করেম। মহকুমা শাসক তথা এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার রিঙ্কু লাথার ভোট গণনা পর্ব সুসম্পন্ন করা গণনা কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আহ্বান রাখেন। এআরও রিংকু লাথার ছাড়া উপস্থিত ছিলেন ডিসিএম অরিজিৎ পাল ও ডিসিএম সঞ্জয় শীল।