লোকসভা নির্বাচন : ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে সিপাহীজলা জেলা সফর করলেন সিইও পুনিত আগরওয়াল

বিশালগড়, ২৯ মে : ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সিপাহীজলা জেলা সফর করেন। জেলা সফরে মুখ্য নির্বাচন আধিকারিক সোনামুড়া ও জম্পুইজলা মহকুমায় ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোট গণনার প্রস্তুতি নিয়ে আধিকারিকগণের সাথে পর্যালোচনা সভা করেন। উল্লেখ্য, আগামী ৪ জুন ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের ভোট গণনা অনুষ্ঠিত হবে।

মুখ্য নির্বাচন আধিকারিক আজ প্রথমে ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের গণনাকেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখতে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা সফর করেন। এর পর মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়ালের সভাপতিত্বে সিপাহীজলা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে ভোট গণনার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ছিলেন সিপাহীজলা জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, জেলার এসপি বি জে রেড্ডি, অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক অরূপ দেব সহ সংশ্লিষ্ট সকল আধিকারিকরা।

এদিকে, পর্যালোচনা সভায় মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল ভোট গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। ভোট গণনার আগে ও পরে সিপাহীজলা জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধরণের ব্যবস্থা নিতেও তিনি গুরুত আরোপ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?