বিলোনিয়া, ২৯ মে : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় পাচারের জন্য নিয়ে আসা বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা সামগ্রী নিয়ে কাস্টমস ও বিএসএফের মধ্যে দেখা দেয় চাপানউতোর। ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার রাতে।
জানা গিয়েছে, প্রতিদিন আগরতলা থেকে ট্রান্সপোর্টের গাড়িগুলির মাধ্যমে কোটি কোটি টাকার সামগ্রিক পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে বিলোনিয়ায়। কোন অদৃশ্য শক্তির ক্ষমতায় আগরতলা থেকে প্রতিদিনই নামে বেনামে জিএসটি ফাঁকি দিয়ে কোটি টাকা মূল্যের সামগ্রী ট্রান্সপোর্টের মাধ্যমে আসছে বিলোনিয়ায়। উদ্ধারকৃত সামগ্রীগুলি বৈধ নাকি অবৈধ তা খতিয়ে না দেখে আগরতলা কাস্টমস আধিকারিক জোর জবরদস্তি করে বিলোনিয়া থেকে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় বিএসএফ অসন্তোষ প্রকাশ করেছে।
কাস্টমস আধিকারিক গাড়ি ভর্তি উদ্ধারকৃত সামগ্ৰী একপ্রকার জোর করে আগরতলা উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিলোনিয়া মহকুমা প্রশাসন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কালিনগর থেকে গাড়িটিকে আবার ফিরিয়ে নিয়ে আসে বিলোনিয়া কাস্টমস অফিসের সামনে। কোন কিছু খতিয়ে না দেখে সিজার লিস্ট না করে বিলোনিয়া থেকে উদ্ধার করা কোটি টাকার সামগ্ৰী অবশেষে গাড়ি থেকে আনলোড করে ৪৫ নং বিএসএফ দিয়ে সিজার লিস্ট করিয়ে নেয়।
বিলোনিয়ার অতিরিক্ত মহকুমা শাসক আশিষ বিশ্বাস, ডিসি সঞ্জয় শীল ও অরিজিৎ পালের নেতৃত্বে জন সমক্ষে উন্মোচন হয় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা গাড়ির ভিতরে থেকে কোটি টাকা মূল্যের পাচার সামগ্রী, বিশেষত অর্ধকোটি মূল্যের বিদেশী সিগারেট। উদ্ধার করা হয় কাপড়ের বস্তা, চাপাতা বস্তা ও ৫৫ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেট। আগরতলা কাস্টমস ও বিলোনিয়া কাস্টমস আধিকারিকরা উদ্ধার হওয়া সামগ্রীগুলিকে কেন আড়াল করতে চাইলেন এই নিয়ে উঠছে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, বিলোনিয়া কাস্টমস গাড়ি ভর্তি কাপড়, চাপাতা ও বিদেশী সিগেরেট উদ্ধার করে মঙ্গলবার দুপুরে বিলোনিয়া এক নং টিলা থেকে । উদ্ধারকৃত সামগ্ৰী সিজার লিস্ট ছাড়া বিলোনিয়া থেকে আগরতলা নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় এক প্রকার বিলোনিয়াবাসীর মনে প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে। অবশেষে দীর্ঘ তালবাহানার পর মঙ্গলবার গভীর রাতে উদ্ধার হওয়া সামগ্রী সিজার লিস্ট করে বিএসএফ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত মহকুমা শাসক জানান উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এছাড়া তিনি আরো জানান উদ্ধার হওয়া সামগ্রীগুলি বিলোনিয়ার চিনি ব্যবসায়ী মিলন পালের।