আমবাসা, ১৯ এপ্রিল।। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট দিন সাতসকালে ধলাই জেলার আমবাসা থানার অধীন কুলাইয়ের ঘন্টাছড়া এলাকয় দুই কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত দুই কিশোর হল জেমস মলসম ও বিকাশ রিয়াং। তাদের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। ধারনা করা হচ্ছে দুই কিচোরকে খুন করা হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭ টা নাগাদ স্থানীয় জনগণ মৃতদেহ দেখতে পায়। তরপর খবর দেওয়া হয় আমবাসা থানায়। ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। মৃত দুই নাবালকের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ সনাক্ত করে।
কুলাই ঘন্টাছড়া আইচোপ্রহর কলোনির বৃন্দা জয়পাড়ার বাসিন্দা জেমস মলসম ও বিকাশ রিয়াং বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাঙ ধরার জন্য কুলাই ঘন্টাছড়া এলাকায় যায়। কিন্তু গভীর রাত হয়ে গেলেও তারা আর বাড়িতে ফিরে যায়নি। শুক্রবার সকালে উদ্ধার হয় দুই নাবালকের মৃতদেহ।স্থানীয় এক ব্যক্তি জানান বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার লোকজন শেষ বারের মতো জেমস মলসম ও বিকাশ রিয়াংকে দেখতে পায়। তখন তারা এলাকার লোকজনদের জানায় তারা ব্যাঙ ধরতে যাচ্ছে। তিনি আরও জানান ধারনা করা হচ্ছে দুই নাবালককে হত্যা করে মৃতদেহ ফেলে রাখা হয়েছে।
এদিকে জোড়া মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ও ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফোরেসিক টিমকে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। তল্লাসি চালানো হয় ঘটনাস্থলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান দুই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ শনাক্ত করেছে পরিবারের লোকজন। ঘটনাস্থলে তল্লাসি চালানোর পর কিছু তথ্য পাওয়া গেছে। প্রাথমিক স্তরে ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি। মৃত জেমস মলসম ও বিকাশ রিয়াং-এর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে দুই নাবালককে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য হাসপাতালে নিয়ে যায়।