কদমতলা, ১০ এপ্রিল।। লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায় পুলিশ ও টিএসআর বাহিনীর জোরদার টহলদারি। এরই অঙ্গ হিসাবে বুধবার বিকাল ৩টায় কদমতলা এবং চুড়াইবাড়ী থানা এলাকার বিভিন্ন স্থানে থানার ওসির নেতৃত্বে রোড মার্চ করা হয়।
এই বিষয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কদমতলা থানাধীন বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহলদারি চালানো হচ্ছে। এই টহলদারিতে কদমতলা থানার পুলিশ সহ টিএসআর বাহিনীর আধিকারিকরাও রয়েছেন। ভোটারদের মধ্যে আত্মবিশ্বাসের স্তর বৃদ্ধি করাই মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভা নির্বাচনের মতো লোকসভা নির্বাচনও শান্তিপূর্ণ ভাবে করা হবে এখানে।প্রসঙ্গত, পূর্ব ত্রিপুরা (তপশিলি উপজাতি সংরক্ষিত) লোকসভা আসনে বিজ্ঞপ্তি জারি করা হয় ২৮ মার্চ, ২০২৪৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা রাখার অন্তিম তারিখ ছিল ০৪ এপ্রিল, ২০২৪৷ মনোনয়ন পরীক্ষা করা হয় ০৫ এপ্রিল, ২০২৪ এবং মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ ছিল ০৮ এপ্রিল, ২০২৪৷ এই আসনে ভোট গ্রহণ করা হবে ২৬ এপ্রিল, ২০২৪৷ ভোট গণনা হবে ৪ জুন, ২০২৪৷