আগরতলা, ২৯ মার্চ।। ত্রিপুরা রাজ্যের গরীব ও জনজাতিদের সবচেয়ে বেশি শোষন করেছে কমিউনিস্টরা। সিমনায় বিজেপির নির্বাচনী জনসভায় এই অভিযোগ করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি আরও অভিযোগ করেন কমিউনিস্টদের সময় রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য রেশন কার্ড বন্ধক দিতে হতো।
পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করে বিপ্লব কুমার দেব আরও বলেন কংগ্রেস ও সিপিআইএম-এর কারনে ত্রিপুরা রাজ্যে বহু মানুষ খুন হয়েছে। মন্ত্রী বিধায়ককে খুন হতে হয়েছে। রাজনীতির জন্য তারা কাউকে ছাড়েনি। বহু মায়ের কোল খালি হয়েছে। ত্রিপুরা রাজ্যের গরীব ও জনজাতিদের সবচেয়ে বেশি শোষন করেছে কমিউনিস্টরা।
প্রসঙ্গত,এদিন প্রথমে হেজামারা খোয়াই চৌমুনী থেকে সিমনা মণ্ডলের উদ্যোগে এক সুবিশাল বাইক মিছিলেল আয়োজন করা হয়। হুড খোলা গাড়িতে করে এই বাইক মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। গাড়ি থেকে হাত নেরে রাআস্তার দুই পাশে অপেক্ষমাণ গণদেবতাদের নিকট তিনি আশীর্বাদ প্রার্থনা করেন। বাইক মিছিলটি সিমনার বৈরাগী পাড়ায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় নির্বাচনী জনসভা।