উদয়পুর, ২৪ মার্চ।। রবিবার গোমতী জেলার উদয়পুরে দলীয় সভায় পৌরোহিত্য করেন লোকসভা নির্বাচনে আইএনডিআইএ জোটের প্রার্থী তথা কংগ্রেস দলের প্রার্থী আশীষ কুমার সাহা। বৈঠকে দলীয় কর্মীদের লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আশীষ কুমার সাহা বলেন, দেশের বিজেপি দল এবার নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না বলেই হতাশ হয়ে বিরোধী দলের নেতা থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও ইডি লাগিয়ে গ্ৰেপ্তার করে। যা নিন্দার ভাষা নেই।
এই অমানবিক ঘটনায় সারা দেশে সমস্ত বিরোধ জোট ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে। দেশের স্বাধীনতা রক্ষায় আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী সারা দেশে জয়ী হয়ে দেশের ক্ষমতায় আসবে। মতাদর্শ ভিন্ন হলেও দেশ বাঁচাতে এই জোট বলে ব্যাখ্য দেন আশীষ কুমার সাহা। দলীয় কর্মীদের ঘরে বসে না থেকে লোকসভা নির্বাচনে পশ্চিম এিপুরা ও পূর্ব এিপুরা কেন্দ্রে আইএনডিআইএ জোটের প্রার্থীদের জয়ী করার জন্য এখন থেকে এলাকায় এলাকায় গিয়ে সমস্ত ভোটারদের সাথে জনসংযোগ গড়ে তোলার চেষ্টা করতে হবে।
জনগণকে অবহিত করতে হবে বিজেপি দেশ এবং রাজ্যকে কোথায় নিয়ে যাচ্ছে, বেকারের চাকুরী, যুবকদের কর্মসংস্থান, রেগার মজুরী, কর্মচারীদের ডিএ ও রাজ্যের শান্তির পরিবেশ বজায় রাখার জন্য প্রত্যেকের বাড়ি গিয়ে ভোটারদের অবহিত করার জন্য নির্দেশ দেন। শ্রী সাহা সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির অফিসে গিয়ে নেতাদের সঙ্গে কিছুক্ষন নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করেন। আশীষ কুমার সাহার সঙ্গে ছিলেন গোমতী জেলার কংগ্রেস সভাপতি টিটন পাল, মিলন কর সহ অন্যান্য নেতৃত্ব।