আগরতলা, ২০ মার্চ।। লোকসভা নির্বাচনে শাসক দল বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে আইএনডিআইএ জোটের যেসব দল লড়াই করছে তার সাথে রাজ্যস্তরেও বেশ কয়েকটি দল এগিয়ে এসেছে সমর্থনের হাত বাড়িয়ে। ত্রিপুরার দুটি আসনে শাসক দল বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও বামদের সমর্থন জানাচ্ছে গণমঞ্চ, সিপিআইএম -এল, টিপিপি।
বুধবার আগরতলা প্রেস ক্লাবে বৈঠক হয় কংগ্রেস, সিপিএম সহ আটটি দলের নেতৃত্বের। বৈঠকে পর ২৫ জনকে নিয়ে ইলেকশন ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম কনভেনার হয়েছেন জিতেন্দ্র চৌধুরী এবং সুদীপ রায় বর্মন। কমিটিতে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি রাখা হয়েছে।
এদিনের বৈঠক নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি -র বিরুদ্ধে লড়াই করতে বিরোধী দলগুলি এক মঞ্চে এসেছে। কারণ দেশের সামনে বর্তমানে মস্ত বড় বিপদ থেকে রক্ষার এবং ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করার একমাত্র সুযোগ এসেছে। এদিকে জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের হয়ে আজকে এই বৈঠকে উপস্থিত রয়েছে প্রতিনিধিরা। আগামী দিন জনগণের সমর্থন নিয়ে লড়াই করবেন তারা। এমনটাই জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী।