আগরতলা, ২০ মার্চ।। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীর নাম মিলন পদ মুড়াসিং। তিনি নির্দল প্রার্থী। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক তথা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।
পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার জানান, আজকে থেকে মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। আজকে প্রথম নির্দল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্দল প্রার্থী মিলন পদ মুড়াসিং -এর বাড়ি শান্তির বাজার পতিছড়ায়। আগামী ২৭ মার্চ পর্যন্ত সকাল ১১ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। ছুটির দিন ছাড়া বাকি দিনগুলিতে নির্দিষ্ট সময়ে মনোনয়ন পত্র জমা নেওয়া হবে প্রার্থীদের কাছ থেকে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী পশ্চিম ত্রিপুরা (সাধারণ) লোকসভা আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় ২০ মার্চ, ২০২৪৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা রাখার অন্তিম তারিখ হচ্ছে ২৭ মার্চ, ২০২৪৷ মনোনয়ন পরীক্ষা করা হবে ২৮ মার্চ ২০২৪ এবং মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ হচ্ছে ৩০ মার্চ ২০২৪৷ এই আসনে ভোট গ্রহণ করা হবে ১৯ এপ্রিল, ২০২৪৷
অন্যদিকে, পূর্ব ত্রিপুরা (তপশিলি উপজাতি সংরক্ষিত) লোকসভা আসনে বিজ্ঞপ্তি জারি করা হবে ২৮ মার্চ, ২০২৪৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা রাখার অন্তিম তারিখ হচ্ছে ০৪ এপ্রিল, ২০২৪৷ মনোনয়ন পরীক্ষা করা হবে ০৫ এপ্রিল, ২০২৪ এবং মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ হচ্ছে ০৮ এপ্রিল, ২০২৪৷ এই আসনে ভোট গ্রহণ করা হবে ২৬ এপ্রিল, ২০২৪৷ ভোট গণনা হবে ৪ জুন, ২০২৪।