কুমারঘাট, ২০ মার্চ।। নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ। আটক করা হল দুই পাচারকারীকে। সাথে বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু ইয়াবা ট্যাবলেট সহ একটি গাড়ী। ঘটনা মঙ্গলবার গভীর রাতে ফটিকরায়ের চেবরী চৌমুহনিতে।
রাজ্যে প্রবেশ করেই পুলিশের জালে আটক হল ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারী। উত্তর জেলার দিক থেকে সিপাহীজলার দিকে যাবার পথে ফটিকরায় থানার পুলিশের হাতে চেবরী চৌমুহমিতে আটক হয় এই নেশাদ্রব্য। ফটিকরায় থানার ওসি নন্দন দাস জানিয়েছেন, পুলিশের কাছে আগাম খবর ছিল এই রাস্তা ধরেই পাচার হবে নেশাদ্রব্য। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে চেবরী চৌমুহনিতে ওৎ পেতে বসে পুলিশ। ভোররাতে সন্দেহজনক টিআর০৩-আী-০৫২৯ নম্বরের ইকো গাড়ী পুলিশের সামনে আসতেই তার গতিরোধ করে করা হয়।
গাড়ীতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট। যার কালোবাজারী মূল্য কুড়ি লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। নেশাদ্রব্য পাচারের দায়ে গাড়ীতে থাকা সিপাহীজলা জেলার বাসিন্দা আব্দুল কালাম এবং নয়ন ভক্ত নামে দুই অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এবিষয়ে মাদক বিরোধী আইনে মামলা নিয়ে গাড়ী সমেত ইয়াবা ট্যাবলেটগুলো বাজেয়াপ্ত করে ধৃতদের আদালতে সোপার্দ করেছে ফটিকরায় থানার পুলিশ।