আগরতলা, ২০ মার্চ।। ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পেলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধ সেন জিতেন্দ্র চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জোটের অংশীদার হিসাবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর সাথে তিপ্রা মথার একীভূত হওয়ার সাথে সাথেই সিপিআই-এম বিধানসভায় মোট ১০ জন বিধায়ক নিয়ে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলের অবস্থান পুনরুদ্ধার করে। সেই অনুযায়ী, বুধবার, সিপিআই-এম বিধায়ক এবং দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে বিরোধী দলের নেতা হিসাবে দ্বায়িত্ব নেন।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় অধ্যক্ষ রাজ্যের প্রবীণ রাজনৈতিক নেতাকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে শ্রী চৌধুরী বিধানসভায় তার দায়িত্ব গুরুত্বের সাথে পালন করবেন। তিপ্রা মথা দলের বিধায়ক অনিমেষ দেববর্মা যেহেতু ৭ মার্চ মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তাই বিরোধী দলনেতার পদটি শূণ্য হয়ে যা। এখন তিপ্রা মথা বিজেপির মিত্র, বিরোধী সিপিআইএম। ত্রিপুরা বিধানসভার ৬০ সদস্যের মধ্যে সর্বাধিক সংখ্যক বিরোধী বিধায়ক রয়েছে সিপিএমের। আর তাই, জিতেন চৌধুরী আজ বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিতেন চৌধুরী বলেন, বিরোধী দলের নেতা, শব্দটি নেতিবাচক মনে হলেও যেখানে সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য অনেক দায়িত্ব রয়েছে। তিনি আরও বলেন, আমি ক্ষমতাসীন সরকারকে তার সব ভালো কাজে সমর্থন দেব এবং তার ত্রুটির বিরোধীতা করব। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করব এবং বিধানসভার কার্য পরিচালনায় আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেব।