তেলিয়ামুড়ায় পাচারকালে কাঠ বোঝাই গাড়ি আটক করল পুলিশ, গ্রেফতার ছয় পাচারকারী

তেলিয়ামুড়া, ১৬ মার্চ।। খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের তৎপরতায় আটক বিপুল পরিমাণ অবৈধ কাঠ। গ্রেফতার করা হয়েছে ছয়জনকে।

জানা গিয়েছে, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আই.পি.এস সুদাম্বিকা আর শুক্রবার গভীর রাতে যখন টহলদারি চালাচ্ছিলেন। সেই সময় তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়ার কলইপাড়া এলাকায় টিআর-০৪ডি- ১৬৭৩ নম্বরের একটি সন্দেহজনক মালবাহী গাড়ি দেখে গাড়িটিকে আটক করেন। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায় যে গাড়িটিতে অবৈধ কাঠ রয়েছে। সেইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত ছয় জন পাচারকারীকে আটক করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আই.পি.এস সুদাম্বিকা আর।

পরবর্তীতে অবৈধ কাঠ সহ গাড়িটিকে এবং আটককৃতদের তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এ বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আই.পি.এস সুদাম্বিকা আর জানান, প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে যে আটককৃত ওই অবৈধ কাঠগুলির বাজার মূল্য এক লক্ষাধিক টাকারও বেশি হবে। পুলিশ ও বন দপ্তরের কর্মীরা তদন্ত শুরু করেছে কোথা থেকে এই কাঠ আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল জানার জন্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?