আগরতলা, ১৬ মার্চ।। কেন্দ্রের পাশাপাশি রাজ্যে বিজেপি- নেতৃত্বাধীন এনডিএ সরকারের অধীনে দুর্নীতি ও ফ্যাসিবাদী শাসন সম্পর্কে জনগণ ভালভাবে সচেতন এবং তাই তারা ভোটের মাধ্যমে তাদের উত্তর দেবে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ শনিবার আগরতলায় একথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
কংগ্রেস বিধায়ক এবং সিডব্লিউসির স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মণ পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে রাজধানী শহরে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেওয়ার সময় একথা বলেন। র্যালিটি পোস্ট অফিস চৌমুহনিস্থিত প্রদেশ কংগ্রেস সদর দফতর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় সুদীপ রায় বর্মণ বলেন, শুধু ত্রিপুরায় নয়, আমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে মানুষ আইএনডিআইএ জোটের প্রার্থীর পক্ষে ভোট দেবে। গত ১০ বছর ধরে বিজেপি দেশের মানুষের জন্য কিছুই করেনি। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও তাই। মিথ্যা প্রতিশ্রুতি এবং জনবিরোধী নীতিই বিজেপির কাছ থেকে পাওয়া গিয়েছে। এমনকি জনজাতি সম্প্রদায়ের লোকেরাও বুঝতে পেরেছে যে কীভাবে তাদের সাংবিধানিক অধিকারের নামে বোকা বানানো হয়েছে।
নির্বাচনী বন্ড ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে শ্রী বর্মণ বলেন, জুমলাবাজ সরকার শুধু চোর নয়, ডাকাত যারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে। সুদীপ রায় বর্মণ যোগ করেছেন যে এই পরিস্থিতিতে কংগ্রেসই একমাত্র বিকল্প যা অধিকার রক্ষা করতে এবং জনগণের উন্নয়ন নিশ্চিত করতে পারে।