আগরতলা, ১৫ মার্চ।। যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগ করার পরিবর্তে যুবকদের মাদকাসক্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শুক্রবার, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন।
প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহার অভিযোগ, বিজেপি ছাত্র ও যুবকদের জীবন নিয়ে খেলা করছে। যুবকদের ভুল তথ্য দেওয়া হচ্ছে। কর্মসংস্থানের নামে বিভ্রান্ত করা হচ্ছে। তাদেরকে নেশার অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। উত্তর-পূর্বে বেকারত্বের দিক থেকে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। যা সমগ্র দেশের তুলনায় ১৪.৭ শতাংশ বেশি। কিন্তু বিজেপি স্বনির্ভরতার (আত্মনির্ভর ভারত) নামে যুবকদের বোকা বানাচ্ছে এবং এক বছরে ২ কোটি চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে।
শ্রী সাহা যোগ করেন, ত্রিপুরার একটি বড় সংখ্যক স্কুল শিক্ষকের তীব্র অভাবের কারণে ভুগছে। এদিকে পর্যাপ্ত যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার হয়ে বসে আছে বেশ কিছু যুবক। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যাঁকে প্রতিদিন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করতে দেখা যায়, তিনি যোগ্য যুবকদের নিয়োগ বা শিক্ষক সংকট দূর করার দিকে মনোযোগ দেন না। বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে কথা বলতে গিয়ে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি বলেন, বিজ্ঞপ্তি জারি করা হয়, যোগ্য প্রার্থীরা আবেদনগুলি পূরণ করেন, পরীক্ষায় বসেন এবং তারপর ফলাফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। তারা তাদের সমস্যার সমাধানের দাবীতে রাজপথে নামলে তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। ত্রিপুরায় এমনই দৃশ্য।
মোদি শাসনের এই ১০ বছরে বর্তমান সরকার যুবকদের জন্য কিছুই করেনি অভিযোগ করেন যুব কংগ্রেস সভাপতি। তিনি আরও বলেন, দেশটি সর্বকালের সর্বোচ্চ পেট্রোল, ডিজেলের দামের মধ্যে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। রাজ্য সহ দেশের বেশিরভাগ অংশে কৃষকরা বিপর্যস্ত। যুব কংগ্রেস নেতা আরও অভিযোগ করেছেন শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই নয়, ক্রীড়া ক্ষেত্রেও প্রতিভাবান যুবকদের কংগ্রেস বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে সমর্থন করার জন্য রাজ্য দল থেকে দূরে রাখা হয়। রাজ্য যুব কংগ্রেস নেতৃত্ব তরুণদের আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।