তেলিয়ামুড়া, ১৫ মার্চ।। শুক্রবার সাতসকালে তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত রাজনগর গ্রামের বাসিন্দা শঙ্কর সাহার বাড়ি থেকে বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের হাতে আটক হয় সুখেন তাঁতি নামে কুখ্যাত চোর।
জানা গিয়েছে, সুখেন সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়ায় চুরির রাজত্ব কায়েম করে রেখেছে বলে অভিযোগ। জানা গেছে, শঙ্কর সাহা ব্যাক্তিগত কাজে আগরতলায় থাকেন। শুক্রবার সাতসকালে শঙ্কর বাবুর বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা হাতেনাতে আটক করে তাকে।
ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানা থেকে রাজনগর এলাকা ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় ৩০ মিনিট পর। এক্ষেত্রে তেলিয়ামুড়া থানার পুলিশের ভূমিকা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
উল্লেখ্য, তেলিয়ামুড়া থানা এলাকায় প্রায় দুই তিন মাস যাবত চুরির হিড়িক লেগেছে। তা হোক দিন দুপুরে কিংবা রাতের আঁধারে। একের পর এক চুরির ঘটনা যেন পিছু ছাড়ছে না। দুই তিন দিন আগে নেতাজি নগর এলাকার একটি চুরির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় চুরির মালামাল সহ সুখেন তাঁতি নামের এই চোরকে আটক করেছিল তেলিয়ামুড়া থানার পুলিশ। কিন্তু কোন রহস্যময় কারণে ঐদিন রাতেই সুখেন তাঁতি নামের ওই চোরকে ছেড়ে দেয় তেলিয়ামুড়া থানার পুলিশ। তারপর শুক্রবার সকালে আবার চুরি করতে গিয়ে ধরা পড়ল কুখ্যাত চোর সুখেন।