কৈলাসহর, ১৪ মার্চ।। ঊনকোটি জেলার কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে গণধর্না দিলেন ঠিকাদার সহ শ্রমিকরা। রীতিমতো অফিসের বারান্দায় বসে স্লোগান দিয়ে গণধর্না আন্দোলন সংগঠিত করা হয়েছে বৃহস্পতিবাী সকাল এগারোটা নাগাদ।
গণধর্না চলাকালীন শিশির নন্দী নামে এক ঠিকাদার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘ প্রায় তিন থেকে চার বছর ধরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কথা মতো কাজ করে টাকা পাওয়া যাচ্ছে না। কাজের জন্য শ্রম এবং অর্থ বিনিয়োগ করে ঠিকাদাররা সামর্থ্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তাই, সাই কম্পিউটার লিমিটেডের অধীনস্থ সমস্ত ঠিকাদারদের সমস্ত বিল অবিলম্বে পরিশোধ করার দাবীতে গণধর্না। উল্লেখ্য সাই কম্পিউটার এর বিরুদ্ধে গ্রাহকদের তরফ থেকেও বহু অভিযোগ উঠেছে। পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে বলে বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ।