কদমতলা, ১৪ মার্চ।। দিন দুপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ঐ গৃহবধূর চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তর জেলার চুরাইবাড়ি থানাধিন গোবিন্দপুর গ্রামের ২ নং ওয়ার্ডে।
পরিবারের লোকজন জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে দুই সন্তান সহ গৃহবধূ সংগীতা সরকার (৩২) একা ছিলেন। বেলা দেড়টা নাগাদ বাড়িতে স্নান সেরে বাথরুম থেকে বেরুতেই গৃহবধূর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সেই সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে এই ঘটনা প্রত্যক্ষ করেন। তবে তারা কাউকে সেখানে দেখেননি। পরে গৃহবধূকে উদ্ধার করে তারা জেলা হাসপাতালে নিয়ে আসেন।
গৃহবধূর কাছ থেকে তারা জানতে পারেন, বাড়িতে ঢূকে এক ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে। এই খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কি কারণে গৃহবধূর উপর আক্রমণ সংঘটিত হল তা কেউ বলতে পারছেন না। গৃহবধূর শরীরে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূর চিকিৎসা শুরু করা হয়েছে। প্রয়োজনে গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে রেফার করা হতে পারে বলে জানা গেছে।