কৈলাসহর, ১৪ মার্চ।। অবশেষে দশ দিন পর ঊনকোটি জেলার কৈলাসহর কলেজের অধ্যক্ষ ড: পিনাকী পালের উপর আক্রমণকারী দুই ছাত্রকে বুধবার গভীর রাতে গ্রেফতার করেছে কৈলাসহর থানার পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে ধৃতদের কৈলাসহর আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি শ্যামল কান্তি মজুমদার জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত ৪ মার্চ সোমবার দুপুরে।
ওইদিন কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে চলছিল কলা বিভাগের পঞ্চম সেমিষ্টারের পরীক্ষা। পরীক্ষা চলাকালীন মোবাইল দেখে নকল করছিল কিষান দেবনাথ নামে এক ছাত্র। বিষয়টি নজরে পড়ে পরীক্ষার দায়িত্বে থাকা অধ্যাপক অধ্যাপিকাদের। তাঁরা কিষানের মোবাইলটি নিয়ে অফিস কক্ষে রেখে দিয়েছিলেন। ছাত্রকে বলা হয়, সে যেন পরীক্ষা শেষে তার মোবাইল নিয়ে যায়। ছাত্রের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়নি।
অভিযোগ, পরীক্ষা শেষে কিষান প্রফেসরদের কক্ষে গিয়ে অধ্যাপক, অধ্যাপিকাদের সাথে অত্যন্ত অমার্জিত ব্যবহার করে এবং অশ্লীল ভাষায় গালাগাল দেয়। প্রফসার কক্ষের সামনে ছাত্রের চিৎকার শুনে ঘটনাস্থলে যান কলেজের প্রিন্সিপাল ড. পিনাকি পাল। ছাত্রের উশৃঙ্খল আচরণ দেখে তিনি বিষয়টি কৈলাশহর থানায় জানান। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন কলেজ কর্তৃপক্ষ। তখন কিষানকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানো হয়।
কিন্তু সেদিন সন্ধ্যায় ঘটনার পুনরাবৃত্তি হয় কৈলাসহরের হকার্স কর্নার এলাকায়। সন্ধ্যা ৭টা নাগাদ অধ্যক্ষ ড. পিনাকী পাল হকার্স কর্নার দিয়ে বাড়ি যাচ্ছিলেন। ওই সময় তার পথ আটকায় অভিযুক্ত ছাত্র কিষান দেবনাথ ও তৃতীয় সেমিষ্টারের ছাত্র অভিজিৎ সরকার সহ আরো কয়েকজন৷ সেখানে প্রকাশ্যে রাস্তায় অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি ফের বিষয়টি জানান থানায়। পাশাপাশি কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের কাছেও বিষয়টি জানান।
মঙ্গলবার সকালে অধ্যক্ষ কিষান দেবনাথ, অভিজিৎ সরকার সহ অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কলেজের অধ্যাপকরা। কিন্তু ঘটনার নয় দিন পরেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি পুলিশ। পুলিশের এই ভূমিকায় কৈলাসহর সহ সমগ্র রাজ্যে শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিক মহলে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছিল। ঘটনা ৪ মার্চ হলেও কৈলাসহর থানায় মামলা হয়েছে ১২ মার্চ। বুধবার গভীর রাতে অভিযুক্ত দুই ছাত্রকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের আদালতে প্রেরণ করা হয়েছে ধৃতদের।