উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে পর্যটন ব্যয় ও পরিকাঠামো উন্নয়নে ত্রিপুরা পুরস্কৃত

আগরতলা, ১৩ মার্চ।। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে পর্যটন ব্যয় ও পরিকাঠামো উন্নয়নে অসামান্য অবদানের জন্য ত্রিপুরা পুরস্কৃত হয়েছে। এই ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে দ্বিতীয়স্থান অর্জন করেছে।

গতকাল নয়াদিল্লির দি ললিত হোটলে আয়োজিত এক অনুষ্ঠানে পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এই পুরস্কার গ্রহণ করেন। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রকের ডাইরেক্টর জেনারেল মনিষা সাকসেনা, নীতি অয়োগের প্রাক্তন সিইও তথা জি-২০ সেরূপা অমিতাভ কাস্ত্র এবং ওয়ার্ড ট্রেভেল এন্ড ট্রারিজম কাউন্সিল ইন্ডিয়া ইনিশিয়েটিভ-এর চেয়ারম্যান দীপ কালরা।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ট্রেভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল ইন্ডিয়া ইনিশিয়েটিভ (ডাব্লিউটিটিসিএলএল) ভারতের পর্যটন বিষয়ক একটি শীর্ষ সংস্থা। এই সংস্থার কাজ হল সারা দেশে পর্যটন ক্ষেত্রে গঠনমূলক ও উদ্ভাবনী শক্তির বিচারে বিশেষ করে রাজ্যভিত্তিক পর্যটন সম্ভাবনা, জিএসডিপি, পর্যটক আগমনের সংখ্যা পর্যটনকেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা পরিকাঠামো, বিপনন এবং সবুজায়ণ ইত্যাদি সমীক্ষার অপেক্ষিক প্রতিযোগিতার মূল্যায়ণ করা। এই সংস্থার দ্বিবার্ষিক রিপোর্টে উপরোক্ত ক্ষেত্রগুলির বিচারে ত্রিপুরা দ্বিতীয়স্থান অর্জন করেছে। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?