আগরতলা, ১২ মার্চ।। রাজধানী আগরতলা শহরতলীর আমতলী থানার পুলিশ চুরি যাওয়া প্রায় চল্লিশ লক্ষ টাকার সামগ্রী সহ তিন চোরকে গ্রেফতার করেছে৷ ধৃতদের মধ্যে দুজন ওএনজিসির ড্রিলিং মেশিনের যন্ত্রাংশ চুরির দায়ে গ্রেফতার হয়েছে৷ অপর একজন সূর্যমণিনগরস্থিত কালী মন্দিরে চুরির ঘটনায় জড়িত৷ ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে৷
আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ জানিয়েছেন, বাইপাস সংলগ্ণ এসএলবি সংস্থার স্টোর রুম থেকে ১৬টি ড্রিলিং মেশিনের পার্টস চুরি হয়ে যায়৷ এই ব্যাপারে সংস্থার তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ অভিযোগ পেয়ে ওই স্টোরে গিয়েছে এবং সিসি ক্যামেরা খতিয়ে দেখে তদন্ত শুরু করে৷ তদন্তে চোরকে সনাক্ত করা হয়েছে৷ সেই মোতাবেক পুলিশ নিজেদের সোর্স ব্যবহার করে দুই চোরকে আটক করেছে৷ তাদের কাছ থেকে চুরি যাওয়া ষোলটি ড্রিলিং কিটস বাজেয়াপ্ত করেছে৷
অন্যদিকে গত বছর সূর্যমণিনগরস্থিত কালী মন্দিরে চুরির ঘটনায় পুলিশ রবিবুল আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে৷ তার বাড়ি উত্তর জেলার কদমতলায়৷ তার কাছ থেকে কালী প্রতিমার জন্য উৎসর্গ করা স্বর্ণের তুলসী পাতা, বেলপাতা, স্বর্ণের চেইন ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে ধৃত রবিবুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা নথিভুক্ত রয়েছে৷