আগরতলা, ৭ মার্চ।। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার মেলারমাঠে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ত্রিপুরা সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। সুপ্রিম কোর্টের আদেশ মেনে নির্বাচনী বন্ড সংক্রান্ত বিশদ বিবরণ অবিলম্বে প্রকাশের দাবিতে এই ধর্না আন্দোলন।
র্যালিতে নেতৃত্ব দেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি জয়দীপ রায় বর্মন, প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি সর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা প্রমুখ অন্যান্য কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘পক্ষপাতিত্ব” করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমালোচনা করেছেন। এটা আশ্চর্যজনক যে বিজেপি যখন ডিজিটাল ইন্ডিয়া নিয়ে গর্ব করে, তখন এসবিআই ডেটা প্রকাশ করতে এত সময় নিচ্ছে। নির্বাচনী বন্ড নামের এই কুখ্যাত স্কিমের সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বিজেপি, বলেন প্রবীর চক্রবর্তী।
কংগ্রেস আরও অভিযোগ করেছে যে বিজেপিকে কে টাকা পয়সা দিয়েছে সে সম্পর্কে সমস্ত তথ্য গোপন করার চেষ্টা করছে। কংগ্রেস মুখপাত্র যোগ করেছেন, সুপ্রিম কোর্ট বেনামী রাজনৈতিক তহবিলের মোদি সরকারের নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করেছে এবং এটিকে অসাংবিধানিক বলে অভিহিত করেছে। শীর্ষ আদালত ক্রেতাদের নাম, বন্ডের মূল্য এবং তাদের প্রাপকদের নাম প্রকাশেরও নির্দেশ দিয়েছে। কিন্তু এসবিআই সময় বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে যায়। এটি প্রমাণ করে যে এসবিআই বিজেপির পক্ষ নেওয়ার চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসবিআই এই তালিকা প্রকাশ না করা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস।