শান্তিরবাজার, ৭ মার্চ।। মৎস্যচাষে রাজ্যকে স্বনির্ভর করতে সরকার উদ্যোগ নিয়েছে। মৎস্য সহায়ক যোজনা নামে রাজ্যে এক নতুন কর্মসূচির সূচনা হয়েছে। এই যোজনায় রাজ্যের মৎস্যচাষীদের ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
আজ শান্তিরবাজার মহকুমার মুহুরীপুর মৎস্যচাষ শিক্ষাকেন্দ্রে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক মৎস্য সহায়ক যোজনার উদ্বোধন করে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফু মগ, ভারতচন্দ্রনগর, বকাফা, ঋষ্যমুখ, সাতচাঁদ, রূপাইছড়ি, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি ও বিএসির চেয়ারম্যানগণ, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, মৎস্য দপ্তরের উপঅধিকর্তা সুকেশ চন্দ্র মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৫০ জন মৎস্যচাষীকে মৎস্য সহায়ক যোজনার ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।