উদয়পুর, ১ মার্চ।। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু আজ উদয়পুরে গোমতী জেলার জেলাশাসক ও সমাহর্তা এবং জেলাস্তরের অফিসারদের সাথে মতবিনিময় করেন। গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে আজ দুপুরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক ও সমাহর্তা তড়িৎকান্তি চাকমা, জেলার পুলিশ সুপার নমিত পাঠক, বিভিন্ন দপ্তরের জেলাস্তরের আধিকারিকগণ, জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ এবং বিভিন্ন ব্লকের বিডিওগণ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু আজ গোমতী জেলার জেলা সদর উদয়পুরে এসে পৌঁছালে জেলাশাসক তড়িৎকান্তি চাকমা তাঁকে স্বাগত জানান। উদয়পুর সার্কিট হাউসে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়।
মতবিনিময় সভায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু গোমতী জেলায় রূপায়িত বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের খোজ খবর নেন। সভায় রাজ্যপাল উন্নয়ন কর্মসূচি রূপায়ণে আধিকারিকদের নিয়মিতভাবে পর্যবেক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় রাজ্যপাল বলেন, প্রবীণ নাগরিক সহ রাজ্যের জনগণ যাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা যথাযথভাবে পেতে পারেন সেজন্য প্রকল্পগুলির সুফলের কথা তুলে ধরতে হবে।
গ্রামীণ অর্থনীতির বিকাশে কৃষি ও কৃষিসংশ্লিষ্ট ক্ষেত্রগুলির উপর বেশী করে গুরুত্ব দিতে হবে। রাজ্যপাল বলেন, কৃষি, প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্যচাষ গ্রামীণ এলাকার মানুষকে স্বনির্ভর করতে সহায়ক ভূমিকা নিতে সক্ষম। গ্রামীণ এলাকায় বিদ্যুৎ ও পানীয়জলের সুবিধা মতবিনিময় সভায় রাজ্যপাল বলেন, উন্নয়ন কর্মসূচি রূপায়ণের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।