বক্সনগর, ২৬ ফেব্রুয়ারী।। নেশাসামগ্রী সহ এক বাংলাদেশী নাগরিককে আটক করে সিপাহীজলা জেলার সোনামুড়ার লালটিলা ক্যাম্পের বিএসএফ জোয়ানরা। এক ঘন্টা পরেই ধৃত ওই বাংলাদেশীকে নেশা সামগ্রী সহ পুলিশের কাছে হস্তান্তর করে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।
জানা গিয়েছে, রবিবার রাতে সোনামুড়া মহকুমার অন্তর্গত নির্ভয়পুরগ্রাম পঞ্চায়েত এলাকার যামিনীটিলার ঠিক পশ্চিম দিকে কাঁটাতারের বেড়ার ওপারে ওই বাংলাদেশী যুবক দুই প্যাকেট শুকনো গাঁজা হাতে নিয়ে যখন দক্ষিণ দিকে যাচ্ছিল তখনই বিএসএফ জওয়ানরা তাকে সিগন্যাল দিয়ে দাঁড়াতে বলে। সঙ্গে সঙ্গে বিএসএফ গেইট খুলে তাকে আটক করে নিয়ে আসে কাঁটাতারের এপারে। প্রথমে নিয়ে যায় বিএসএফ ক্যাম্পে।
কিছুক্ষণ পর যাত্রাপুর থানার পুলিশের কাছে নেশা সামগ্রী সহ ধৃত যুবককে হস্তান্তর করে। জানা যায় তার নাম মাহাবুল আলম। বয়স ২৫। বাড়ি কোমাঢোকা ।থানা – সদর দক্ষিণ, জেলা কুমিল্লা, বাংলাদেশ। তার সাথে পাওয়া যায় দুই প্যাকেট শুকনো গাঁজা। সর্বসাকুল্য ৮ কেজি। সোমবার সকাল ৯ টায় যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর অরুপ দেববর্মা এই খবর জানিয়ে বলেন, এনডিপিএস এবং পাসপোর্ট এক্টে তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে কোর্টে সোপর্দ করা হয়েছে।