আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।। আগামী ১ মার্চ থেকে শুরু হবে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। শুক্রবার বিধানসভায় বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১ মার্চ শুরু হবে এবং ৫ মার্চ অধিবেশন শেষ হবে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পৌরহিত্যে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিজনেস এডভাইজারি কমিটির অন্যান্য সদস্য সদস্যারা।
বিজনেস এডভাইজারি কমিটির কমিটির বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান ১ মার্চ থেকে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচন যে কোন সময় ঘোষণা হতে পারে। এই বিষয়টি মাথায় রেখে দ্রুত অধিবেশন শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই ১ মার্চ থেকে শুরু হওয়া অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত। মাঝে ২ ও ৩ মার্চ অধিবেশন বসবে না। অধিবেশনের প্রথম দিন প্রথমে অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করা হবে। তারপর বাজেট পেশ করা হবে।
তিনি আরও জানান, এই অধিবেশনে দ্যা ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকোভারি এক্টের সংশোধনী বিল পেশ করা হবে। ৪ মার্চ অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পাস হয়ে যাবে। একই সাথে দি ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকোভারি এক্টের সংশোধনী বিল পাস হয়ে যাবে। তারপর শুরু হবে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা। ৫ মার্চ অর্থাৎ অধিবেশনের শেষ দিনও প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হবে। ৫ মার্চ বিকালে প্রস্তাবিত বাজেট পাস হয়ে যাবে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।