কদমতলা, ২২ ফেব্রুয়ারী।। দেশের প্রথম সরকারি আগর মার্কেটের শুভ শিলান্যাস উত্তর ত্রিপুরার কদমতলায়। খুশি আগরচাষীরা। সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়ের অক্লান্ত প্রচেষ্টার ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগরচাষী ও ব্যবসায়ীদের বহুদিনের স্বপ্ন পূরণের আরও এক মাইল ফলক স্থাপিত হল উত্তর ত্রিপুরার কদমতলায়।
বৃহস্পতিবার কদমতলা-কুর্তি বিধানসভার বড়গোল এলাকায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতবর্ষের সর্বপ্রথম সরকারি আগর মার্কেট তৈরির জন্য শিলান্যাস করেন সমাজকল্যাণ ও শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বন দপ্তরের বিভিন্ন কর্মকর্তা সহ উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, কদমতলা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উত্তর জেলা বনদপ্তরের আধিকারিক সুমন মালা, জেলা সভাধিপতি ভবতোষ দাস, অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ, বড়গুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্তকুমার নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, মহকুমার বনদপ্তরের আধিকারিক অমিও সুত্রধর প্রমুখ।
মন্ত্রী টিংকু রায় জানান, ২০১৮ সালে তিনি কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর স্থানীয় আগর ব্যবসায়ী ও আগর চাষীদের কথা দিয়েছিলেন যে বিজেপি দল ত্রিপুরা রাজ্যে ফের প্রতিষ্ঠিত হলে তিনি এখানকার আগর ব্যবসায়ীদের নামে আগর ইন্ডাস্ট্রি লাইসেন্স প্রদান সহ আগর মার্কেটের ব্যবস্থা করে দেবেন। সেই প্রতিশ্রুতির কিছুটা তিনি পূরণ করতে পেরে আজকের দিনে অনেকটা আনন্দিত। এখানে দেশের প্রথমসারির অত্যাধুনিক সুবিধাযুক্ত আগর মার্কেট স্থাপিত হলে এলাকার কৃষকেরা লাভাম্বিত হবেন। পাশাপাশি কর্মসংস্থান লাভ করবেন রাজ্যের বেকার যুবক যুবতীরাও।