ধর্মনগর, ২১ ফেব্রুয়ারী।। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৩২৮ জন তীর্থযাত্রী ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে ‘আস্থা স্পেশাল ট্রেনে’ যাত্রা শুরু করেছেন। রামলাল্লার ‘দর্শন’ এবং দেবতার কাছে প্রার্থনার আশায় যাত্রীরা বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে তাদের ৬ দিনের তীর্থযাত্রা শুরু করেছেন।
এর আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাত্রীদের শুভেচ্ছা জানাতে এক সমাবেশের আয়োজন করা হয় ধর্মনগর স্টেশনের কাছে। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ, বিধায়ক যাদব লাল দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুত দে সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভক্তদের উদ্দেশে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ধর্মনগর রেলওয়ে স্টেশনে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পেরে আমরা আনন্দিত। ত্রিপুরার জনগণের জন্য এই বিশেষ ট্রেন দেওয়ার জন্য আমি সর্বান্তকরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানাই।
তিনি দর্শনের পর রামলাল্লার গল্প বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান ভক্তদের উদ্দেশ্যে। শ্রী ভট্টাচার্য আরও বলেন, ৫০০ বছরের তিক্ত সংগ্রামের পর লক্ষ লক্ষ রাম সেবক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টার কারণে রাম জন্মভূমিতে ভগবান রামের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। প্রভুর দর্শন সবার জীবনে শান্তি আনবে বলে আশা প্রকাশ করেন রাজীব ভট্টাচার্য।
প্রসঙ্গত, রেলে যারা আজ রওয়ানা দিয়েছেন তাদের অযোধ্যায় মন্দির দর্শন সহ সব ধরনের সহযোগিতা করার জন্য আটজনের একটি দল ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছেছে। যারা এদিন অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করেছেন তাদের প্রত্যেকে ১৯৪০ টাকার বিনিময়ে গিয়েছেন। এই টাকার মধ্যে থাকা খাওয়া সহ অন্যান্য যাবতীয় খরচ যুক্ত রয়েছে। এই তীর্থযাত্রীরা অযোধ্যায় চব্বিশ ঘন্টা অবস্থান করে ২৫ ফেব্রুয়ারী রাজ্যে ফিরবেন। ২৭ ফেব্রুয়ারী আগরতলা থেকে আরও একটি ট্রেন প্রায় ১৩০০ যাত্রী নিয়ে অযোধ্যা যাবে বলে জানা গিয়েছে।