আগরতলা, ১৩ ফেব্রুয়ারী।। জনগণের মৌলিক সমস্যার সমাধান করেই সরকার ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চায়। পাশাপাশি সরকারী বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদানে ত্রিপুরা সরকার কোন ধরণের ধর্ম বা রাজনীতিকে প্রশ্রয় দেবে না। পাশাপাশি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যাতে কোন ধরণের বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে রাজ্যের জনগণকে সচেতন থাকতে হবে। মঙ্গলবার আগরতলায় নাগেরজলায় পুরাতন অটোরিক্সা স্ট্যান্ডে ইন-সিটু নালা ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং অর্গানিক ফার্মের মাধ্যমে উদ্যান ফুলচাষের পাইলট প্রজেক্টের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ‘সিটি ইনভেস্টমেন্টস টু ইনোভেট, ইন্টেগ্রেট এন্ড সাসটেইন’ -এর অধীনে হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের অন্তর্গত এই প্রকল্প দু’টির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হল আগামী প্রজন্মের কাছে সুন্দর ও সুরক্ষিত আগরতলা উপহার দেওয়া। আগরতলা শহরকে দেশ বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এরমধ্যে রয়েছে উজ্জয়ন্ত প্রাসাদের পেছনের দিকটিকে সংস্কারের মাধ্যমে সৌন্দর্য্যায়ন করে বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, ফুড কোর্ট স্থাপন, অ্যাম্ফিথিয়েটার স্থাপন, উজ্জয়ন্ত প্রাসাদের জোড়া জলাশয়ের পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা এবং সংস্কার, উজ্জয়ন্ত প্রাসাদের পশ্চিম দিকের জলাশয়ের স্থায়ী ফোয়ারা তৈরী করা, হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট ইত্যাদি।
অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন, সুন্দর এবং যানজটমুক্ত রাখার লক্ষ্যে পুরনিগম বহুমুখী কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে। পাশাপাশি শহরবাসীর মৌলিক চাহিদা পূরণেও আগরতলা পুরনিগম আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বর্তমানে স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরকে বিজ্ঞানসম্মতভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব,আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, কর্পোরেটর বাপী দাস, আগরতলা পুর নিগমের অতিরিক্ত কমিশনার মহম্মদ সাজ্জাদ প্রমুখ।