আগরতলা, ১৩ ফেব্রুয়ারী।। আবারো জালিয়াতির শিকার হয়ে ত্রিপুরা ওবিসি কো: অপারেটিভ ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক হতদরিদ্র যুবক।
জানা গিয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলারসদর মহকুমার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার ৬ নং ওয়ার্ডের অজয় ভৌমিকের হাতে ডাক যোগে ত্রিপুরা ওবিসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে একটি নোটিশ আসে। এই নোটিশে অজয় ভৌমিককে বলা হয়েছে আজ থেকে ১০ বছর আগে ওবিসি কর্পোরেশন থেকে নাকি ২ লক্ষ ৮৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। আর দশ বছর পর এই ঋণ হয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪২ হাজার টাকার উপর। তাই কর্পোরেশন থেকে অজয় ভৌমিককে নোটিশ আকারে বলা হয়েছে খুব শীঘ্রই যেন ঋণ পরিশোধ করা হয়।
ঋণের এই নোটিশ পেয়ে অজয় ভৌমিকের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। এমনকি হতবাক হয়ে যায় অজয় ভৌমিক। তার অভিযোগ সে কোন সময় ওবিসি কর্পোরেশন থেকে ঋণ গ্রহণ করেননি। কি কারণে তার নাম সহ এভাবে ওবিসি কর্পোরেশন নোটিশ পাঠিয়েছে তাও সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না। ঋণের নোটিশ পেয়ে দুশ্চিন্তায় সর্বত্র ছোটাছুটি করে বেড়াচ্ছেন অজয় ভৌমিক। তার সন্দেহ কেউ জালিয়াতি করে উনার নাম ব্যবহার করে ওবিসি কর্পোরেশন থেকে ঋণ নিয়েছে আর এখন সেই ঋণের নোটিশ এসেছে তার কাছে।
অজয় ভৌমিক আরো জানিয়েছেন সে লেখাপড়া জানেন না এমনকি ওবিসি কর্পোরেশন কি জিনিস সেটাও জানেন না। তিনি জানিয়েছেন গত ১০ বছর আগে ব্যাংক একাউন্ট করে তাকে ঋণ নেওয়ার অনুরোধ জানিয়েছিল মহেশখলা এলাকার বলাই নামে এক ব্যক্তি। কিন্তু সে ঋণ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। তাই তার সন্দেহ বলাই নামে ওই ব্যক্তিই অজয় ভৌমিকের নাম ব্যবহার করে ঋণ নিতে পারে।
তার অভিযোগ ওবিসি কর্পোরেশন যদি সঠিক তদন্ত করে সঠিক ব্যক্তিকে ঋণ দিত তাহলে তার আজ এই সমস্যায় পড়তে হতো না। তাই অজয় ভৌমিক সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে গোটা বিষয়টি তুলে ধরেন এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি ওবিসি কর্পোরেশন থেকে কোনদিনও ঋণ গ্রহণ করেননি তাই তিনি কর্পোরেশনকে এক টাকাও পরিশোধ করতে পারবেন না এবং এই ঋণের জন্য তিনি দায়ী নন। গোটা ঘটনাটি জানিয়ে অজয় ভৌমিক আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন এদিন। তিনি জানিয়েছেন গোটা ঘটনাটি আইন যেন সুষ্ঠ তদন্ত করে এই ধরনের জালিয়াতির সাথে যুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে।