সাব্রুম, ৭ ফেব্রুয়ারী।। তিন-চার মাস যাবৎ বেতন না পেয়ে ক্ষুব্ধ কর্মীরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন৷ ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে৷ কর্মীরা বুধবার বিদ্যুৎ নিগমের ডিভিশন্যাল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনও করেছেন৷ বঞ্চিত কর্মীরা হুশিয়ারি দিয়েছেন খুব শীঘ্রই তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন৷
জানা গিয়েছেন সাব্রুমের বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য দায়িত্বে রয়েছে ফিডকো নামক একটি বেসরকারী সংস্থা৷ এই বেসরকারী সংস্থার অধীনে নিযুক্ত কর্মীরা তিন-চার মাস যাবৎ বেতন পাচ্ছেন না৷ বেতন না পাওয়ায় পরিবার পরিজনদের নিয়ে জীবনযাপন করা কষ্টকর হয়ে উঠেছে৷ তাঁরা বহুবার সংস্থার উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন৷ বারবারই আশ্বাস দেয়া হয়েছে৷ কিন্তু, বেতন দেয়া হচ্ছে না৷
গত চার ফেব্রুয়ারী প্রোজেক্ট মেনেজার আশ্বাস দিয়েছিলেন মঙ্গলবার তথা ছয় ফেব্রুয়ারী তাদের বেতন দিয়ে দেয়া হবে৷ কিন্তু, বেতন দেয়া হয়নি৷ তাই বাধ্য হয়ে কর্মীরা একজোট হয়ে অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং জানান যে তারা আজ থেকে কর্মবিরতি পালন করবেন যতদিন না পর্যন্ত তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেয়া হচ্ছে৷ প্রসঙ্গত, কিছুদিন পূর্বেও এই কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবীতে৷ তখন সংস্থার উর্ধতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই বেতন মিটিয়ে দেওয়া হবে৷ কিন্তু, কোন কিছুই করেনি সংস্থার কর্মকর্তারা৷