কদমতলা, ৭ ফেব্রুয়ারী।। ওএনজিসির বড় বড় গাড়ি গ্রামীণ রাস্তায় ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ লাইন শর্ট হয়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লক এলাকার এলাক দক্ষিণ হুড়ুয়া এক নং ওয়ার্ড এলাকায়।
উল্লেখ্য ওই গ্রামে বেশ কয়েকদিন যাবত ওএনজিসির কাজ চলছিল।এতে বিভিন্ন বড় বড় সামগ্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছে সংস্থার বৃহৎ বৃহৎ আকারের গাড়ি। এমনিতেই গ্রামীন সরু রাস্তা দিয়ে গাড়ি ঢোকার ফলে বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে হুড়ুয়া গ্রামবাসীদের। এ নিয়ে স্থানীয়রা ওএনজিসির কর্মীদের বিষয়টি অবগত করলেও কোন কর্ণপাত করেনি তারা।
বুধবার সকালেও সামগ্রী নিয়ে দুটি গাড়ি এলাকায় প্রবেশ করলে গ্রামের বিদ্যুৎ পরিবাহী খুঁটি তছনছ করে দেয়। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো গ্রামে। পাশাপাশি অনেকেরই বাড়ি ঘরের বৈদ্যুতিন সামগ্রী নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা গাড়িগুলি আটক করে রাস্তা অবরোধ করেন। তাদের দাবি ক্ষতিপূরণসহ বিদ্যুৎ সংযোগ আজকের মধ্যেই স্বাভাবিক করে দিতে হবে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত করা হলেও বিদ্যুতের লাইন সারাই না হওয়া পর্যন্ত গাড়িগুলি আটকে রাখা হয়েছে।