স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৮ অক্টোবর।। চোর ধরার দাবিতে সরব হয়ে সড়ক অবরোধ করল গোকুলনগর এলাকার মানুষ। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীরা আগরতলা কমলাসাগর সড়কের গোকুলনগর এলাকার রাস্তার মাঝে বসে পড়ে। স্থানীয়দের অভিযোগ এলাকার জনৈক বিশ্বজিৎ সরকারের বাড়িতে কিশোর সরকার নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে ভাড়া থাকে। কিশোরের একমাত্র পেশা চুরি। গত বেশ কয়েক মাস ধরে গোকুলনগর এলাকার বহু বাড়িতে চুরি কান্ড সংঘটিত করেছে বলে অভিযোগ। হানা দিয়ে নিয়ে গেছে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বহুদামী সামগ্রী। কয়েকবার তাকে হাতেনাতে ধরলেও পার পেয়ে গেছে সে। বুধবার রাতে স্থানিয়রা কিশোর সরকারকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে তোলে দেয়।
স্থানিয়দের অভিযোগ ধৃত কিশোর সরকারের সাথে যুক্ত রয়েছে বিশ্বজিৎ সরকার। তাই তাকেও গ্রেপ্তার করুক পুলিশ। এই দাবিতে বৃহস্পতিবার সড়ক অবরোধ করে স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে এসডিপিও মানষ দেববর্মা সহ বিশালগড় থানার পুলিশ। পুলিশের আশ্বাসে মুক্ত হয় সড়ক। ভুক্তভোগীদের অভিযোগ বাড়ির মালিক বিশ্বজিৎ সরকার চুরি কাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত। কিশোরের চুরি করে আনা জিনিস কম দামে ক্রয় করত বাড়ির মালিক বিশ্বজিৎ সরকার। স্থানীয়রা জড়ো হয়ে সড়ক অবরোধে নামার আচ পেয়ে গা ঢাকা দিয়েছে বাড়ির মালিক বিশ্বজিৎ সরকার।