গন্ডাছড়া, ৩ ফেব্রুয়ারী : ফের ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা সদর বাজারে চলল প্রশাসনিক কর্মকর্তাদের অবৈধ ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান। প্রশাসনিক কর্মকর্তাদের এহেন ভূমিকায় তিতিবিরক্ত ফুটপাত ব্যবসায়ীরা।
ধলাই জেলার মধ্যে গন্ডাছড়া মহকুমা সদর বাজারটি একটি অভিভাবকহীন এবং ছন্নছাড়া বাজার হিসাবেই পরিলক্ষীত হয়। কারণ গোটা মহকুমা বাজারটি মোটরস্ট্যান্ড -এ পরিণত করেছে ছোট বড় যান চালকরা। বাজারের যত্রতত্র ব্যবসায়ীদের দোকান বা প্রতিষ্ঠানের সামনে নিজেদের মর্জিমাফিক ছোট বড় যানবাহন পার্কিং করে রেখে ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ে সমস্যা সৃষ্টি করে চলেছে বহুদিন ধরে। এছাড়া একাংশ ফুটপাত ব্যবসায়ী গন্ডাছড়া বাজারের মূল সড়ক দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল নিজেদের মর্জিমত।
খবর ছিল মহকুমা প্রশাসনের নিকট। বেশকিছু অভিযোগ পাওয়ার পর শনিবার মহকুমা প্রশাসন এবং পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে পুলিশ টিএস আর -কে সঙ্গে নিয়ে গন্ডাছড়া মহকুমা সদর বাজারে অবৈধ ফুটপাত ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামে। অভিযানের নেতৃত্ব দেন মহকুমা প্রশাসনের ডিসি বাবুল মালাকার এবং মিস্টার ওঁকার। শনিবার গোটা বাজারে একটা সাফাই অভিযান সংগঠিত করলো স্থানীয় প্রশাসন। এমনটাই বলা যায়। তবে শনিবারের ওই উচ্ছেদ অভিযানের ফলে বহু ফুটপাত ব্যবসায়ীর রুজিরোজগারে আঘাত পড়েছে।