তেলিয়ামুড়া, ৩ ফেব্রুয়ারী।। রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে নিশি কুটুম্বের হানা। চুরি হয়েছে দুই-দুইটি গবাদিপশু, উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন পূর্ব হাওয়াইবাড়ি এলাকায়। রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে তেলিয়ামুড়া থানার ভূমিকা।
ঘটনার বিবরণ দিয়ে গবাদি পশুর মালিক অভিযোগ করে জানান, অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও তেলিয়ামুড়া থানাধীন পূর্ব হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা নন্দন দাস নামের এক ব্যক্তি উনার গাভী ও বাছুরকে রাতে গোয়াল ঘরে বেঁধে শুতে যায়। কিন্তু শনিবার সাত সকালে বাড়ির মালিক নন্দন দাস দেখেন উনার গোয়াল ঘরে বেঁধে রাখা গাভী ও বাছুরটি উধাও। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বাড়ির মালিক নন্দন দাস ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়।
গাভী ও বাছুরের মালিক নন্দন দাস জানিয়েছেন, এই গবাদি পশু ছিল উনার রুটি-রুজির সম্বল। উনি দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় ধরে গো-পালন করে আসলেও এই এলাকায় এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। তবে গো-পালক নন্দন দাসের গাভী ও বাছুর কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে সে বিষয়ে স্পষ্টত কোন ধারনাই করতে পারছে না কেউ। তবে তেলিয়ামুড়া থানা এলাকার রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।