সোনামুড়া, ২৮ জানুয়ারি।। চোর চক্রের সাথে গোপন লেনদেনের ভিত্তিতে পুলিশের একাংশ মদত দিচ্ছে বলে অভিযোগ এনে সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অধীন কাঁঠালিয়া এলাকায় পথ অবরোধ করলেন ক্ষুব্ধ জনগণ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে৷
জানা গিয়েছে, শনিবার রাতে একই এলাকার বেশ কয়েকটি বাড়ি থেকে গবাদী পশু চুরি করা হয়েছে৷ চুরি যাওয়া গবাদী পশু বোঝাই গাড়ি সোনামুড়া সীমান্ত এলাকায় একটি রাবার বাগানে নিয়ে রাখা হয়৷ কিছু লোক গাড়িটিকে সেখানে দেখতে পেয়ে ভোরে সোনামুড়া থানায় খবর দেয়৷ এমনকি লিখিতভাবে জিডি এন্ট্রিও করা হয়৷ পুলিশের তরফ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ ফলে চোরেরা সেখান থেকে অনায়াসে গবাদী পশু বোঝাই গাড়ি নিয়ে চম্পট দেয়৷ পুলিশ যদি যথা সময়ে ব্যবস্থা গ্রহণ করত তাহলে চোরের দলকে আটক করা সম্ভব হত৷
স্থানীয়দের অভিযোগ পুলিশের একাংশ এই চোর চক্রের পান্ডাদের সাথে সখ্যতা রেখে চলেছে৷ তাই তড়িঘড়ি ব্যবস্থা নেয়নি৷ পক্ষান্তরে চোরের দলকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে৷ এই অভিযোগে রবিবার সকালে সোনামুড়া-বিলোনিয়া সড়কের কাঁঠালিয়া এলাকায় ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করেছেন৷ ঘটনার খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারীকরা সেখানে ছুটে যান এবং অবরোধ প্রত্যাহারের জন্য অনুরোধ জানান৷ কিন্তু জনগণের অভিযোগ চুরি ছিনতাই বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ পরে দীর্ঘ আলোচনা শেষে অবরোধ প্রত্যাহার করে নেয়া হলে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক হয়৷