তেলিয়ামুড়া, ১৮ জানুয়ারি।। একদিকে কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষ, পিছিয়ে পড়া অংশ বা জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নে আবাস যোজনায় ঘর প্রদান সহ নানান প্রকারের কর্মসূচি গ্রহণ করছে। আর অন্যদিকে প্রশাসনিক গরিমসি সহ একাংশ দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের দৌলতে সরকারের বিভিন্ন কর্মসূচি মাঠে মারা যাচ্ছে। এমনই এক ঘটনার জেরে আজ ক্ষুব্ধ এলাকাবাসীরা সংঘবদ্ধ ভাবে মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অন্তর্গত জাতীয় সড়কের ৪৩ মাইল এলাকায় পথ অবরোধ সংঘটিত করে।
অবরোধকারীদের দাবী হচ্ছে সরকার থেকে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী রিয়াংদের জন্য ঘরের বরাদ্দ থাকলেও তারা বঞ্চিত হচ্ছেন। তাদের আরো অভিযোগ সরকারি ঘর পেতে গেলে সংশ্লিষ্ট স্তরের বিভিন্ন ছোট বড় কর্মচারীদের সরাসরি উৎকোচ প্রদান করতে হচ্ছে। এই বিষয়গুলির সুরাহা দাবী করে এবং অনতিবিলম্বে সকলকে ঘর প্রদানের দাবী জানিয়ে প্রায় ঘন্টা তিনেকের অবরোধ চলার ফলে তীব্র যানজট তৈরি হয়। পরবর্তী সময়ে অবরোধ স্থলে পৌঁছে মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের দায়িত্বপ্রাপ্ত বিডিও। অবরোধকারীদের সাথে কথা বলে অনতিবিলম্বে তাদের সমস্যার সমাধানের ব্যাপারে মৌখিক আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। জানা গিয়েছে, বিভিন্ন স্তরের কর্মচারীদের দৌলতে তারা ঘর বঞ্চিত। এমনকি একাংশ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তাদের ঘরের জন্য সরাসরি উৎকোচ দাবির সম্পর্কেও অভিযোগ শোনা গেছে অবরোধকারীদের।