বিলোনিয়া, ১৮ জানুয়ারি।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার অধীন ঋষ্যমুখ ব্লকের পিএমশ্রী আমজাদ নগর হাইস্কুলের ছাত্রী জোৎস্না আখতার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছে। আগামী ২২ শে জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবেন জোৎস্না আক্তার। ২৬ শে জানুয়ারির শোভাযাত্রায় হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়েছে জ্যোৎস্না আক্তারকে।
বাল্যবিবাহ বিশেষ করে স্কুলের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে রুখতে অসামান্য কাজ করে চলছে সংখ্যালঘু অংশের এই ছাত্রীটি। আমজাদ নগর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী জানিয়েছেন স্কুলের অসংখ্যা ছাত্রীর বাল্যবিবাহ রুখতে জ্যোৎস্না আক্তার সামনে দাঁড়িয়ে লড়াই করেছেন। শুধু তাই নয়, জ্যোৎস্না আক্তার পারিবারিক বাধা টপকে নিজের বাল্যবিবাহ নিজেই আটকে দিয়েছিলেন। দক্ষিণ জেলার জেলা শাসকের দ্বারা স্কুলে স্কুলে গঠিত বালিকা মঞ্চের অগ্রণী সৈনিকের ভূমিকা পালন করে চলছেন জ্যোৎস্না আক্তার। জোৎস্নার এই অসামান্য অবদান রাষ্ট্রীয় স্বীকৃতি পেল। আজ সরকারিভাবে এই খবর প্রকাশিত হওয়ার পর দক্ষিণ জেলা জুড়ে খুশির আবহ। দক্ষিণ জেলা শিক্ষা উপ অধিকর্তা সুবীর মজুমদার জানান আমজাদ নগর পিএমশ্রী স্কুলের ছাত্রী জ্যোৎস্না আক্তার জেলার ছাত্র-ছাত্রীদের কাছে গর্ব। জ্যোৎনা আক্তার সারাদেশের মধ্যে বিলোনিয়ার নামকে উজ্জ্বল করেন।